Site icon Jamuna Television

আখাউড়ায় ১০ পলাতক আসামি গ্রেফতার

আখাউড়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাতে থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ৩ জন সাজাপ্রাপ্ত। তারা হলেন- আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী আজমপুর গ্রামের আসকর আলীর ছেলে সাইদুর রহমান (৫০), পৌর শহরের মালদারপাড়ার বাসিন্দা তিতু মসলদারের ছেলে নজরুল ইসলাম মালদার (৪০) এবং উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী মিনারকোট গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোরসালিন (৩৫)।

ওয়ারেন্টভুক্ত অন্য আসামিরা হলেন- উপজেলার কুড়িপাইকা গ্রামের শফিক খন্দকার, আমোদাবাদ গ্রামের রাব্বি মিয়া, রাজাপুর গ্রামের আলম মিয়া, দেবগ্রামের আমজাদ খান, ইটনা গ্রামের আসাদুল ইসলাম, ধরখার গ্রামের নবীর হোসেন, মিনারকোট দক্ষিণপাড়ার রিনা বেগম।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ওই ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

এএআর/

Exit mobile version