Site icon Jamuna Television

বাড়ির সুইমিং পুলে কুমির!

মধ্যরাতে নিজ বাড়ির সুইমিং পুলে নজরে এলো বিশালাকৃতির কুমির। এমন ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি গ্রামে। খবর রয়টার্সের।

ছোট সুইমিং পুলে আটকা পড়ায় ক্ষুব্ধ ছিল ১০ ফুট দীর্ঘ কুমিরটি। পানিতে তাণ্ডব চালাচ্ছিল সে। মাঝেমাঝে পুলের তীরে এসেও লাফালাফি করছিল। ভয় পেয়ে রাত ২টার দিকে বাড়ির মালিক ফোন করেন জরুরি বিভাগকে। অভিযানে যোগ দেয় বন্যপ্রাণী বিষয়ক একটি সংস্থার বিশেষজ্ঞরা। তবে রাগান্বিত কুমিরকে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। অনেক কৌশল খাটিয়ে আটকানো সম্ভব হয় কুমিরটিকে।

পরবর্তীতে ছেড়ে দেয়া হয় কুমিরের অভয়ারন্য হিসেবে পরিচিত একটি নদীতে।

এটিএম/

Exit mobile version