Site icon Jamuna Television

আদালত থেকে বের হয়েই ভক্ত-সমর্থকদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ফৌজদারি মামলায় চলমান বিচারকাজকে যেন পাত্তাই দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। আদালত থেকে বের হয়েই ভক্ত-সমর্থকদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন তিনি। খবর নিউ ইয়র্ক পোস্টের।

মঙ্গলবার (১৪ জুন) মায়ামির আদালতে হাজিরা শেষে নিউ জার্সির পথে রওনা হন তিনি। যাত্রা বিরতি দেন একটি কিউবান রেস্টুরেন্টে। সেখানে তার জন্য অপেক্ষায় ছিল দলীয় সমর্থকরা। তাদের সাথে বেশ কিছুক্ষণ গল্পগুজবে মাতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অনুসারীরা। এ বছর নিজের ৭৭তম জন্মদিন পালন করলেন মার্কিন ধনকুবের ও রাজনীতিবিদ।

এএআর/

Exit mobile version