Site icon Jamuna Television

রয়টার্সের দুই সাংবাদিকের রায় ৩ সেপ্টেম্বর

মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিকের মামলার রায় ৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন দেশটির আদালত। বিচারকের অসুস্থতার কারণে তারিখ পেছানো হয়েছে বলে জানানো হয়। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত করা হয় দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সো ওকে।

নিজেদের নির্দোষ দাবি করে তারা জানান, সাংবাদিকতার সব নীতি অনুসরণ করেই কাজ করেছেন তারা। তাদের আইনজীবি জানিয়েছেন, ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে মামলার রায়। তবে দায়িত্বপ্রাপ্ত বিচারকই তা ঘোষণা করবেন।

দোষী সাব্যস্ত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাদের। রায় ঘোষণার কথা থাকায় সোমবার বিপুল সংখ্যক সাংবাদিক ও বিদেশি কূটনীতিক এসেছিলেন ইয়াংগুনের আদালত প্রাঙ্গনে। গেলো বছর মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেফতার হন ওই দুই সাংবাদিক।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version