Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে কিশোরের প্রাণহানি

দখলকৃত পশ্চিম তীরের নাবলুসের ইসরায়েলি সেনাদের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি কিশোর। মঙ্গলবার (১৩ জুন) অভিযানে শিশুসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ জন। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, নাবলুসের শরণার্থী শিবিরে সশস্ত্র গোষ্ঠীর সদস্য থাকার অভিযোগ তুলে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এদিন দুই ঘণ্টাব্যাপী অভিযান চলাকালে দখলদারদের গুলিতে প্রাণ হারায় ওই কিশোর। গুরুতর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিনি নিহতের ঘটনায় শোক জানিয়েছে হামাস। তবে হতাহতরা তাদের সদস্য কিনা এ বিষয়ে কিছু জানায়নি তারা।

এটিএম/

Exit mobile version