Site icon Jamuna Television

ইউক্রেনে পুনরুদ্ধার হওয়া এলাকায় মিলছে রুশ ট্যাংক-সাঁজোয়া যানের ধ্বংসস্তূপ

যুদ্ধ কতটা ভয়াবহ, নির্মম তার প্রমাণ স্তোরোঝিভ। দোনেৎস্কের এই গ্রামটির পথে পথে ছড়িয়ে ছিটিয়ে আছে রুশ সেনাদের মরদেহ। ইউক্রেনীয় বাহিনীর দাবি, শুধু এই গ্রামেই প্রাণ গেছে অন্তত ৫০ রুশ সেনার। খবর রয়টার্সের।

মূলত, ইউক্রেনীয় বাহিনী বিভিন্ন এলাকা উদ্ধারের পর বেরিয়ে আসছে রুশ সেনাদের পতনের নানা চিত্র। দোনেৎস্কের উদ্ধার হওয়া এলাকাগুলোর পথে পথে মিলছে রুশ সেনাদের মরদেহ। পাশাপাশি রয়েছে ধ্বংস হয়ে যাওয়া ট্যাংক-সাঁজোয়া যান আর মিসাইল সিস্টেম। কিয়েভের দাবি, গেলো কয়েকদিনে ৭শ’ এর বেশি রুশ সেনা নিহত হয়েছে।

সম্প্রতি রুশ বাহিনীর বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনী। অভিযানে রাশিয়ার দখল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু এলাকা। এরমধ্যে শুধু দোনেৎস্কেই ৬টি এলাকার নিয়ন্ত্রণ এখন ইউক্রেনীয় বাহিনীর হাতে। এসব এলাকায় প্রবেশের পরই চোখে পড়ছে রুশ সেনাদের মরদেহ আর সমরাস্ত্রের ধ্বংসযজ্ঞ।

ইউক্রেনীয় বাহিনীর এক সদস্য বলেন, তিনদিন আগেই আমরা এই গ্রামটির নিয়ন্ত্রণ নিয়েছি। কি অবস্থা হয়েছে সেটা যে কেউ ভেতরে গেলেই বুঝতে পারবেন। ধ্বংস হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রুশ সমরাস্ত্র।

খারকিভেও অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের দাবি, অভিযান শুরুর পর গেলো কয়েকদিনে ৭শ’র বেশি রুশ সেনা হতাহত হয়েছে।

গেলো বছর ইউক্রেনে অভিযান শুরুর পর এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। নিয়মিত বাহিনীর সেনা সদস্যের পাশাপাশি ভাড়াটে মার্সেনারিও রয়েছে এই তালিকায়। এর পাশাপাশি ধ্বংস করা হয়েছে ৪ হাজারের মতো ট্যাংক এবং সাড়ে ৭ হাজারের বেশি সাঁজোয়া যান।

/এমএন

Exit mobile version