Site icon Jamuna Television

‘বিপর্যয়’ এগোচ্ছে তীব্র গতিতে, সন্ধ্যায় আঘাত হানবে সিন্ধু ও গুজরাটে

তীব্র গতিতে ভারত ও পাকিস্তানের উপকূলের দিকে এগিয়ে চলছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে গুজরাট ও সিন্ধু প্রদেশে। ওই সময় বাতাসের গতিবেগ হতে পারে দেড়শ কিলোমিটার পর্যন্ত। এরইমধ্যে উত্তাল হয়ে উঠেছে সাগর। খবর এই সময়, টিভি নাইন ও রয়টার্সের।

এদিকে, পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলছে, সিন্ধু প্রদেশের কেটি বন্দর দিয়ে প্রবেশ করবে ‘বিপর্যয়’। এগিয়ে যাবে উত্তর-পূর্ব দিকে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৬৭ হাজার মানুষকে। করাচি শহর তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, ভারতে গুজরাটের কুচ জেলা দিয়ে প্রবেশ করবে বিপর্যয়। এরইমধ্যে উপকূলীয় জেলাগুলোয় শুরু হয়েছে বৃষ্টি। ১৬৪ গ্রাম থেকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে ৭৪ হাজার মানুষকে। মোতায়েন করা হয়েছে বিভিন্ন বিভাগের প্রায় ৫শ’ টিম। গুজরাটে বৃহস্পতিবার পর্যন্ত বাতিল হয়েছে ৯৫টি ট্রেনযাত্রা।

/এমএন

Exit mobile version