Site icon Jamuna Television

ইউক্রেনে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ২

ইউক্রেনে রুশ হামলায় বিধ্বস্ত এক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে দুই জনকে। বুধবার (১৪ জুন) নাটকীয় অভিযানের ভিডিও প্রকাশ করেছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।

ইউক্রেনের ক্রামাতোরস্কে জীবিত উদ্ধারের এ ঘটনা ঘটে। মঙ্গলবার রুশ বাহিনীর রাতভর হামলায় ওডেসায় তিনজন ও দোনেৎস্কে তিনজনের মৃত্যু হয়। আহত হয় কয়েকজন। বিধ্বস্ত হয় কয়েকটি আবাসিক ভবন। ক্রামাতোরস্কে এক ভবনের নিচে আটকা পড়ে দুই জন, যা টের পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি বিভাগের সদস্যরা। কয়েক ঘণ্টা ধরে চলে চেষ্টা। শেষ পর্যন্ত নিরাপদেই বের করে আনা সম্ভব হয় দু’জনকে।

/এমএন

Exit mobile version