Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ছাপাখানায় আগুন, দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় একটি ছাপাখানায় আগুন লেগে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় (মুদ্রণ) এ ঘটনা ঘটে।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেছেন, ভোর ৪টা ১৪ মিনিটে ফোনকল পাওয়ার পর বান্ডারবারু বাঙ্গি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), সেমেনিহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং সেরদাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে মোট ২৩ জন সদস্য এবং ১৩ জন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যায়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান, বাংলাদেশি ৬ শ্রমিক ওই কারখানায় আটকা পড়েছিলেন। তাদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও, বাকি ২ জন ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

এদিকে আগুনে দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং যে দু’জন বাংলাদেশি মারা গেছেন তাদের লাশ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন আরও বলেছেন, ৬০/৮০ বর্গফুট আয়তনের একটি প্রিন্টিং কারখানায় লাগা আগুন ভোর ৪টা ৪৮ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। কারখানা এলাকায় বায়ু চলাচলের জায়গা না থাকায় আগুন লাগার কারণে ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। আগুন লাগার বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইউএইচ/

Exit mobile version