Site icon Jamuna Television

চলমান সহিংসতায় সুদানে বাস্তচ্যুত অন্তত ২১ লাখ মানুষ: জাতিসংঘ

ভয়েস অব আমেরিকা থেকে নেয়া ছবি।

সুদানে চলমান সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছে ২১ লাখের বেশি মানুষ। বুধবার (১৪ জুন) এ তথ্য জানায় জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংগঠন- আইওএম। খবর ভয়েস অব আমেরিকার।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অভ্যন্তরীণভাবেই বাস্তুচ্যুত হয়েছেন দেশটির ১৬ লাখ মানুষ। এছাড়া, দেশত্যাগে বাধ্য হয়েছেন আরও ৫ লাখ ৩০ হাজার সুদানিজ। এদের অনেকেই আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোয়।

জাতিসংঘের পর্যবেক্ষণ অনুযায়ী, চলমান সংঘাতে দেশটির ১৮ রাজ্য দেখেছে বাস্তুচ্যুতি। শুধু, রাজধানী খার্তুমেই ঘরবাড়ি ছেড়েছেন ৬৫ শতাংশ মানুষ। এছাড়া, পশ্চিম দারফুরের ১৭ শতাংশ বাসিন্দা পালিয়েছেন নিজ আবাসস্থল ছেড়ে।

প্রসঙ্গত, গত এপ্রিলে ক্ষমতা দখলের লড়াই জড়ায় দেশটির সেনাবাহিনী এবং আধা-সামরিক বহর- আরএসএফ। এ সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে ৯শ’র বেশি মানুষ। আহত অন্তত পাঁচ হাজার।

/এসএইচ

Exit mobile version