Site icon Jamuna Television

একটি রকেটেই মহাকাশে ৪১ স্যাটেলাইট উৎক্ষেপণ, তাক লাগালো চীন

স্যাটেলাইট উৎক্ষেপণে নতুন রেকর্ড করলো চীন। কক্ষপথে স্থাপনের জন্য একটি রকেটেই নিরাপদে পাঠানো হয়েছে ৪১টি স্যাটেলাইট। একটি রকেটে এতটি স্যাটেলাইট পাঠানোর নজির এই প্রথম। চীনা সংবাদমাধ্যম শিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) স্যাটেলাইট বহনকারী লং মার্চ টুডি নামের রকেটটি উৎক্ষেপণ করা হয়। উত্তর চীনের তাইইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় দুপুর দেড়টায় যাত্রা শুরু করে এটি। দ্রুত সময়ের মধ্যেই রকেটটি নিরাপদে পূর্ব নির্ধারিত কক্ষপথে পৌঁছায়।

মূলত, লং মার্চ রকেট সিরিজের ৪৭৬তম মিশন ছিল এটি। কর্তৃপক্ষ জানায়, নতুন স্থাপন করা স্যাটেলাইটগুলো বাণিজ্যিক রিমোট সেন্সিং পরিসেবার কাজে ব্যবহার করা হবে।

এসজেড/

Exit mobile version