Site icon Jamuna Television

ফরিদপুরে গভীর রাতে ৪ বাড়িতে চুরি, মালামালসহ ২ চোর গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামে গভীর রাতে ছানু ও কাওছার মাতুব্বরের বাড়িতে একদল চোর ঘরের মালামাল চুরি করে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে চোরাই মালামাল বিক্রির সময় ২ চোরকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলো, ঐ গ্রামের গেদা মোল্লা ছেলে আক্কাস (৩০) ও ট্রাক ড্রাইভার মালেক ফকিরের ছেলে চুন্নু ফকির(৪০)।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বুধবার রাতে একদল চোর ছানু মাতুব্বরের ১টি ট্রলার কাওছার, ফিরোজ ও সরো মাতুব্বরের ৩টি টিউবওয়েল, তাদের ব্যবহৃত হাড়ি পাতিলসহ ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে গ্রামের কিছু নারী বিভিন্ন এলাকায় খোঁজ নিতে থাকে। পরে পৌর এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে একটি ভাঙ্গারির দোকানে গিয়ে এসব মালামাল দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে চুরি হওয়া মালামালসহ পুলিশ ৪ জনকে আটক করে।

পুলিশ জানায়, গ্রাম পুরুষ শূন্য হওয়ার সুযোগে চোরের দল বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে চোরাই মালামালসহ ২ চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এটিএম/

Exit mobile version