Site icon Jamuna Television

খেলা শুরুর দুই মিনিটের মাথায়ই মেসি ম্যাজিক, এগিয়ে আর্জেন্টিনা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের শুরুতেই মেসি ম্যাজিকে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের দুই মিনিটের মাথায়ই চোখ ধাঁধানো এক শটে বল জালে জড়ান এ বিশ্বকাপ জয়ী তারকা। অস্ট্রেলিয়ার ডিফেন্ডারের সামনে বাড়ানো বল দৌড়ে গিয়ে দখলে নিয়ে বক্সের বাইরে থাকা মেসিকে বাড়িয়ে দেন আর্জেন্টিনার তরুণ তুর্কি এনজো ফার্নান্দেজ। বল পায়ে পেয়েই বামে টেনে নিয়ে পোস্ট ঘেঁষে শট নেন মেসি। অস্ট্রেলিয়ার কিপার ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

ফিফা প্রীতি ম্যাচ উইন্ডোর অংশ হিসেবে আর্জেন্টিনা দল এখন এশিয়া সফরে। আজ সন্ধ্যা ৬টায় চীনের বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

বিস্তারিত আসছে…

Exit mobile version