Site icon Jamuna Television

জনির গোলে কম্বোডিয়ার বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

গোল করার করার পর মজিবুর রহমান জনি। ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের আগে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নমপেন অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধেই লিড পেয়েছে বাংলাদেশ।

মজিবুর রহমান জনির দারুণ গোলে এগিয়ে যায় সফরকারীরা। খেলা শুরুর ২৪ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে থ্রু বলে ডি বক্সের ভেতরে বল পান জনি। গোল কিপারকে একা পেয়ে বাঁ পাশ দিয়ে বল জালে জড়ান তিনি। এতে ১-০ গোলে এগিয়ে যায় হাভিয়ের কাবরেরা শিষ্যরা।

এদিকে প্রীতি ম্যাচ হলেও আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে এটি সর্বশেষ ও সবচেয়ে বড় প্রস্তুতি বাংলাদেশের জন্য। এরপর আর প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হবে না জনি-জামাল ভূঁইয়াদের।

এএআর/

Exit mobile version