Site icon Jamuna Television

গরম-ঘামে চুল পড়া বেড়েছে? চটজলদি সমাধান আছে বাড়িতেই

প্রচণ্ড গরমে কিংবা অযত্নের ফলে চুল পড়া অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চুল পড়া রুখতে দামি প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় সুফল মেলে না। তবে এই সমস্যার এক চমকপ্রদ সমাধানের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথশট। আর এই সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই।

হেলথশটের এক প্রতিবেদনে বলা হচ্ছে, চুলপড়া কমাতে তেজপাতা রাখতে পারে বিরাট ভূমিকা। সহজ কয়েকটি টোটকা মানলে গরম বা ঘাম কোনো কিছুই আপনার সুন্দর ও ঝলমলে চুলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। চলুন, এবার সেই টোটকাগুলোই জেনে আসি।

১) কয়েকটি তেজপাতা ও লবঙ্গ পানিতে ফুটিয়ে নিন। তারপর তেজপাতাসহ পানি মিনিট দশেক ঠান্ডা করে নিন। এর পরে ছেঁকে সেই পানি স্প্রে বোতলে ভরে রাখুন। গোসলের পর ভেজা চুলে এই পানি স্প্রে করলে চুলের গোড়া মজবুজ হবে।

২) তেজপাতা গুঁড়া করে নিয়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এবার প্যাকটি ফ্রিজে রেখে দিন। গোসল করার আগে প্যাকটি মাথায় মেখে মিনিট দশেক রেখে দিতে হবে। তার পরে শ্যাম্পু করে নিন। চুলের জেল্লা ফেরাতে এই প্যাকটি বেশ কার্যকরী।

৩) একটি ছোট বাটিতে নারকেল তেল গরম করে তাতে গোটা চারেক তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এই তেল ঠান্ডা করে শিশিতে ভরে নিয়মিত ব্যবহার করুন। নতুন চুল গজাতে সাহায্য করে এই তেল।

এসজেড/

Exit mobile version