Site icon Jamuna Television

নরসিংদীতে ট্রাক চাপায় দলিল লেখকসহ নিহত ২

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীতে ট্রাকের চাপায় দলিল লেখকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ জন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী’র বাঘহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ হোসেন (৫৮) সদর উপজেলার মাধবদী কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মরহুম মির্জা আবু হানিফের ছেলে। তিনি নরসিংদীতে দলিল লেখকের কাজ করতেন। অপর নিহত একই গ্রামের আব্দুর রহমান (৭০)।

নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে শাহাদাৎ পাশের এলাকার ১ জনকে নিয়ে মাধবদী থেকে অটোরিকশা যোগে নরসিংদী রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী’র বাঘহাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুর রহমানের মৃত্যু হয়। এ সময় সাথে থাকা আরও ২ জন আহত হয়। পরে শাহাদাৎ হোসেনসহ দুই জনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাৎ হোসেনকেও মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইটাখোলা পুলিশ ফাঁড়ির এস আই কবির হোসেন ভূঁইয়া জানিয়েছেন, দুর্ঘটনায় ২ জন মরা গেছে। তারা মাধবদী থেকে নরসিংদী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এটিএম/

Exit mobile version