Site icon Jamuna Television

কসবায় পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিন বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত সীমান্ত হাট পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সংস্কার কাজের জন্য ভারত-বাংলাদেশের যৌথ ইঞ্জিনিয়ারিং টিম সরেজমিন পরিদর্শন করেছেন।

এ সময় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্বে ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য আমিনুল এহসান খান। আর ভারতীয় তিন সদস্যের ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্ব দেন অনুরাগ সেন।

এর আগে করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চে অনির্দিষ্টকালের জন্য এ হাটের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকায় হাটের ভেতরের বেশকিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো সংস্কারের পর পুনরায় চালু করা হবে হাট।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, আজ থেকেই শুরু হয়েছে হাটের ঝোপঝাড় পরিচ্ছন্নতার কাজ। সপ্তাহের মধ্যে হাটের ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে প্রাক্কলন করা হবে। এরপর সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে ক্রেতা-বিক্রেতাদের জন্য উন্মুক্ত করা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট। ২০২০ সালের মার্চে মহামারি করোনার কারণে বন্ধ করে দেয়া হয় হাটের কার্যক্রম।

এএআর/

Exit mobile version