
জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) জলসীমায় আঘাত করেছে উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার (১৫ জুন) টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর দ্য জাপান টাইমসের।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশুদা বলেন, চরম উসকানিমূূলক কর্মকাণ্ড এটি। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আজকের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিধির লঙ্ঘনের সমতুল্য। এটি একটি বেপরোয়া পদক্ষেপ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানি বাড়িয়ে দেয়।
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে জাপান দক্ষিণ ওকিনাওয়া অঞ্চলের জন্য ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা চালু করে। এ সময় পিয়ংইয়ং মহাকাশে একটি স্যাটেলাইট স্থাপনের চেষ্টা চালালেও শেষ মুহূর্তে ব্যর্থ হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, উড্ডয়নের সময় একটি দুর্ঘটনা হওয়ায় উৎক্ষেপণের পরই স্যাটেলাইটটি সমুদ্রে বিধ্বস্ত হয়।
এসজেড/



Leave a reply