ঢাকা-উত্তরবঙ্গে সড়কপথের ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তা যেন কম হয় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনে ঈদযাত্রা নিয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের মহাসড়কে উন্নয়ন কাজ চলছে; আশপাশের গরুর হাটের কারণে যান চলাচলে ধীরগতি হতে পারে। এ জন্য সভা থেকে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহাসড়কে বিশেষ করে সেতুর ওপর গাড়ি নষ্ট হলে দ্রুত অপসারণ করার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ঈদের সাতদিন আগে এবং পরে মহাসড়কে ভারি পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে পশুর গাড়ির চলাচল নিরাপদ রাখতে হবে। মহাসড়কের পাশে গরুর হাট যেন না বসে সেটি মনিটরিং-এর সিদ্ধান্তও হয়েছে। ঈদের সাতদিন আগে ও পরে মহাসড়কের আশেপাশের ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
এটিএম/

