Site icon Jamuna Television

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

বগুড়া ব্যুরো:

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক নারীসহ আরও ৪ জন। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ও সন্ধ্যায় জেলার শেরপুর ও শাজাহানপুর উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রী নিয়ে বগুড়া-রংপুর মহাসড়ক হয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহিপুর এলাকায় রাস্তার ধারে অটোরিকশা থামিয়ে একজন যাত্রীকে নামিয়ে দিচ্ছিলেন চালক। এ সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই নূরে জান্নাত লুবা (৪) নামে এক শিশু এবং তানজিলা বেগম (৪০) নামের এক নারী নিহত হন। বাকিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গোলাম কবির (৪২) নামে রাজশাহী জেলার একজন বাসিন্দা মারা যান।

অন্যদিকে, সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-নাটোর আঞ্চলিক সড়ক পারাপার হতে গিয়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারিয়েছেন মা-মেয়ে। শাজাহানপুর থানা পুলিশ জানায়, উপজেলার আশেকপুর বটতলা এলাকায় আঞ্চলিক সড়কের পাশেই নিহত দোলেনা বেগমের বাড়ি। মেয়ে আয়েশাকে সাথে নিয়ে তিনি সড়কের উত্তর ধার থেকে দক্ষিণ ধারে পারাপার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার চাপা দিলে সড়কেই প্রাণ হারান তারা। প্রাইভেটকারটি দুর্ঘটনার পর সড়কের পাশে একটি খাদে উল্টে গেলে গুরুতর আহত হন চালক আহনাফ (২০)। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

এএআর/

Exit mobile version