খেরসনের বন্যা প্লাবিত অঞ্চলে দুর্গতদের আনন্দ দিতে বাজানো হলো স্যাক্সোফোন

|

বন্যা প্লাবিত অঞ্চলে অদ্ভুত দৃশ্য দেখলো খেরসনবাসী। ডুবে যাওয়া বাড়ির টিনের চালে দাঁড়িয়ে এক ব্যক্তি বাজাচ্ছেন স্যাক্সোফোন। খবর রয়টার্সের।

মূলত, ইউক্রেনীয় এক সেচ্ছাসেবক দুর্যোগ কবলিত অঞ্চলটির বাসিন্দাদের আনন্দ দিতেই নেন এ উদ্যোগ। তার দল পানিতে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে।

গেলো সপ্তাহে, নোভা কাখোভকা বাঁধ ভাঙ্গার পরই বন্যার কবলে পড়ে অঞ্চলটি। গুরুত্বপূর্ণ বাঁধটি ধ্বংসের পর খেরসনের বিস্তীর্ণ জনপদ বন্যায় প্লাবিত। চলমান যুদ্ধের মাঝে বন্যা পরিস্থিতিতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply