জয়পুরহাটে সোলায়মান হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

|

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে সোলায়মান আলী (৭৭) হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এ সময় মামলার অপর ৫ আসামিকে খালাস প্রদান করেন বিচারক।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো, জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান (৬২), রফিকুল ইসলাম অফির (৫২) ও আব্দুল কুদ্দুস (৪৫)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকাল ১০টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামে সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেনে মাটি ফেলাকে কেন্দ্র করে সোলায়মান হোসেন ও প্রতিবেশী ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রফিকুল ইসলাম ওরফে অফির, আব্দুল কুদ্দুস, শফিউল ইসলাম ওরফে মিল্টন, আবু জাফর, এনামুল হক, জাহিদুল ইসলাম ও ইয়াকুব আলীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা তাদের হাতে থাকা কোদাল দিয়ে সোলায়মানের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন সোলাইমান।

এ সময় স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদি হয়ে ঘটনার পরদিন কালাই থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির বগুড়ার পরিদর্শক শামসুল আলম ২০১৭ সালের ২০ ডিসেম্বর আদালতে অভিযোগ দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ৮ জন আসামির মধ্যে ওই তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সাথে অপর ৫ আসামিকে খালাসের প্রদান করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply