Site icon Jamuna Television

নিজেদের দুর্বলতা ঢাকতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বিএনপি: প্রধানমন্ত্রী

নিজেদের দুর্বলতা ঢাকার জন্য নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বিএনপি। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সাজাপ্রাপ্ত আসামি যে দলের নেতা সেই দল নির্বাচনে যাবে কী নিয়ে?

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে সুইজারল্যান্ড হিলটন হোটেলের বলরুমে সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা বলেন, সময় মতো নির্বাচন হবে। জনগণ ভোটের মালিক। তারা ভোট দিবে। যাকে খুশি তাকে দিবে। যারা জনগণের ভোট পাবে তারাই সরকার গঠন করবে। এটাই গণতান্ত্রিক ধারা। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশটা আজ পাল্টে গেছে।

তিনি বলেন, ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিটে গিয়ে তারা বাংলাদেশে শ্রমিকদের জন্য যা করেছে তা তুলে ধরা হয়েছে। এ সময় প্রবাসীদের হুন্ডির মাধ্যমে রেমিটেন্স না পাঠানোর অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএইচ/

Exit mobile version