Site icon Jamuna Television

ইতালিকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেন

উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে স্পেন। শিরোপার লড়াইয়ে আগামী রোববার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে গতবারের রানার্সআপরা।

২০২১ সালে নেশন্স লিগের সেমিফাইনালে এই স্পেনের কাছেই ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল ইতালিকে। দুই বছর পর সেই প্রতিশোধের সুযোগ এলেও আবারও হারের বৃত্তে বন্দি থাকতে হয়েছে তাদের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

শুরুতেই খেলা জমিয়ে দেন ইয়েরেমি পিনো। ৩ মিনিটের মাথায় ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চির ভুলে স্কোর লাইন ১-০ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি ইতালি। ৮ মিনিট পর সফল স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান ইম্মোবিলে।

প্রতিপক্ষের ওপর প্রবল চাপ ধরে রেখে খেলার ৮৮ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় স্পেন। ডিবক্সের বাইরে বল পেয়ে জোরালো শট নেন রদ্রি। বক্সে বল প্রতিপক্ষ দু’জনের গায়ে লেগে চলে আসে গোলমুখে থাকা হোসেলুর কাছে। এমন সুযোগ মিস না করে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

ইউএইচ/

Exit mobile version