Site icon Jamuna Television

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১৬) সকাল ১০টা ৪৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। বাংলাদেশের সিলেট থেকে ভূমিকম্প স্থলের দূরত্ব ছিল মাত্র ১৩ কিলোমিটার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।

ইউএইচ/

Exit mobile version