Site icon Jamuna Television

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন ভিত্তিহীন: এম রহমতউল্লাহ

ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার আগের সিসি টিভি ফুটেজ।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের ওপর করা কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনটিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন তদন্ত দলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট অপারেশন কনসালটেন্ট সালাউদ্দিন এম রহমতউল্লাহ।

যমুনা নিউজকে তিনি বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট এখনো তৈরি হয়নি, ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। যেটি এখন পর্যন্ত তৈরি হয়নি তার উদ্ধৃতি দিয়ে কাঠমান্ডু পোস্টের রিপোর্ট করা হাস্যকর।

এ নিয়ে তদন্ত কমিশনের সদস্য সচিবকে প্রতিবাদ জানাতে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, নেপালের প্রত্রিকায় প্রকাশিত সংবাদের সাথে একমত নই।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version