Site icon Jamuna Television

অনন্য কীর্তি গড়লেন শান্ত; রান পাহাড়ে বাংলাদেশ

এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার দারুণ কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্ত। নিখুঁত ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো টানা দুই ইনিংসে সেঞ্চুরির স্বাদ পেলেন এ বাঁহাতি ব্যাটার। শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ। ইতোমধ্যে টাইগারদের লিড ৪৭০ রান ছাড়িয়েছে।

শুক্রবার (১৬ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে নেমে ১১৫ বলে শতক পূরণ করেন শান্ত, যা তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। এর আগে প্রথম ইনিংসে ১৭৫ বলে ১৪৬ রান করেন শান্ত। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার ফলে শান্ত হলেন বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি পর পর দুই ইনিংসে সেঞ্চুরি করলেন। আর বিশ্বের ৯১তম ব্যাটার হিসেবে সেঞ্চুরির এই এলিট ক্লাবে নাম লিখলেন শান্ত।

ছবি: সংগৃহীত

মূলত শান্তর ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তার ব্যাটিং ধারাবাহিকতায় আফগানদের বড় সংগ্রহ ছুড়ে দেয়ার পথে বাংলাদেশ।

এর আগে, আফগানিস্তানের বিপক্ষে ৩৭০ রানের লিড নিয়ে আজ ( ১৬ জুন) মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার শান্ত ও জাকির হোসেন এদিনই দুর্দান্ত শুরু করেন। দু’জনের আগ্রাসী ব্যাটের ওপর ভর করে লিড বাড়তে থাকে টাইগারদের।

ছবি: সংগৃহীত

তবে হাসমতউল্লাহ শহিদির বলে এডজ হয়ে স্লিপের চোখ ফাঁকি দিয়ে বল চলে যায় বাউন্ডারির কাছে, তবে সীমানা পাড় হওয়ার আগেই ধরেন আফগান ফিল্ডার। ছুড়ে মারেন উইকেট কিপারের দিকে। ততক্ষণে দুটি রান নিয়ে ফেলেছিলেন ব্যাটাররা। তিন রান নেয়ার চেষ্টায় ছিলেন শান্ত ও জাকির। কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই রান আউটের শিকার হন জাকির হাসান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭১ রান। ৯৫ বলে ইনিংসটি সাজানো ছিল ৮টি চারে।

জাকিরের আউটে ভাঙে ১৭৩ রানের জুটি। জাকিরের বিদায়ের পর মুমিনুল হককে নিয়ে লিড বাড়িয়ে নিচ্ছেন শান্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৪১ রান। দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত আছেন ১১২ রান নিয়ে এবং মুমিনুল হক আছেন ২৯ রান নিয়ে।

আরআইএম/ইউএইচ/

Exit mobile version