Site icon Jamuna Television

ফিফার বর্ণবাদ বিরোধী কমিটির নেতৃত্ব দেবেন ভিনিসিয়াস

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সবশেষ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সোচ্চার হয় ফুটবল বিশ্ব। মাঠে বর্ণবাদ বিরোধী কর্মকাণ্ড রুখতে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সে লক্ষ্যে ভিনিসিয়াসের নেতৃত্বে বর্ণবাদ বিরোধী কমিটির ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। স্পর্শকাতর এই আচরণ রুখতে সর্বোচ্চ শাস্তির প্রয়োগ দেখতে চান ফিফা সভাপতি।

ব্রাজিলীয়ান ফুটবল ফেডারেশনের বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে শনিবার গিনির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। খেলার আগে ভিনিসিয়াস ও ব্রাজিল দলের সাথে বৈঠক করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ছবি: সংগৃহীত

ফিফা প্রেসিডেন্ট বলেন, বর্ণবাদ নিয়ে ফুটবল হয় না। যথেষ্ট হয়েছে। যখনই এমনকিছু হবে, তখনই ম্যাচ বন্ধ করা উচিত। নিরাপদ পরিবেশের জন্য আমাদের কী দরকার, তা জানতে হবে। বিষয়টি নিয়ে আমরা খুবই মনোযোগী। জাতীয় পর্যায়েও প্রতিটি স্তরে পদক্ষেপ নিতে হবে। প্রত্যেককে এ বিষয়টি বুঝতে হবে। আমরা শেষ পর্যন্ত একসঙ্গে এর জন্য লড়াই চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে খেলোয়াড়দের সম্পৃক্ততা বিষয়টি আরও জোরালো করবে। এই ব্যাপারে ভিনিসিয়াসকে খেলোয়াড়দের নিয়ে গড়া কমিটির নেতৃত্ব দিতে বলেছি, যারা বর্ণবাদের বিরুদ্ধে কঠিন শাস্তির সুপারিশ করবে। এমনকি বিশ্বজুড়ে সেই শাস্তি সকল ফুটবল কর্তৃপক্ষ প্রয়োগ করবে।

ফিফা প্রেসিডেন্টের এমন পদক্ষেপে প্রশংসা করেছেন ভিনিসিয়াস। পাশাপাশি বর্ণবাদের মতো এমন আচরণের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

ভিনিসিয়াস বলেন, আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ ধন্যবাদ জানাতে চাই ফিফা সভাপতিকে। যিনি আমাদের বর্ণবাদের বিরুদ্ধে লড়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছেন। আমি অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করবো। যারা বর্ণবাদের কারণে নিজেদের অধিকার আদায়ে কথা বলতে পারে না; তাদের হয়ে কথা বলবো।

আরআইএম/ইউএইচ/

Exit mobile version