Site icon Jamuna Television

জাপানের জলসীমায় মিসাইল: উ. কোরিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) জলসীমায় বৃহস্পতিবার (১৫ জুন) আঘাত করে উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এরপরই উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারই এ তথ্য নিশ্চিত করে দেশটির পররাষ্ট্র দফতর। পরমাণু কর্মসূচির সাথে জড়িত দুই কোরীয় নাগরিকের বিরুদ্ধে আরোপ করা হয়েছে এ নিষেধাজ্ঞা। খবর রয়টার্সের।

নিষেধাজ্ঞা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার সাথে মিলিতভাবে উত্তর কোরিয়ার আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। তাদের পরমাণু কর্মসূচি আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এর সাথে জড়িত উত্তর কোরিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সংশ্লিষ্ঠ এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার তথ্যটি জানানো হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশুদা বলেন, চরম উসকানিমূূলক কর্মকাণ্ড এটি। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এসজেড/

Exit mobile version