আমেরিকান ভিসানীতি আওয়ামী লীগ সরকারকে বেসামাল করে দিয়েছে; এ জন্য সরকারের মন্ত্রীরা যা-তা বকছেন। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (১৬ জুন) ডিআরইউতে বিএনপি মিডিয়া সেল আয়োজিত গণমাধ্যমের কালো দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই এতো গণমাধ্যম থাকার পরও জনগণ কথা বলতে পারছে না। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার গণতন্ত্র হত্যা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, একের পর এক সাংবাদিক হত্যা করে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেছে আওয়ামী লীগ। সাগর-রুনী হত্যার বিচার হচ্ছে না, কারণ সঠিক তথ্য বেরিয়ে এলে সরকার ফেঁসে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, স্যাংশনসহ এতো কিছু হচ্ছে তবুও সরকারের টনক নড়ছে না। তাই ঈদের পর সকলকে বিএনপির নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
ইউএইচ/

