Site icon Jamuna Television

আ. লীগ সবসময় চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সবসময় চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক, তবে দলটি সব সময় নির্বাচন থেকে পালিয়ে যায়। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

শুক্রবার (১৬ জুন) দুপুরে মিন্টো রোডের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারো বিএনপি নির্বাচনে অংশ না নিতে ছুতো তৈরি করছে। তবে সরকার চায়, বিএনপি নির্বাচনে আসুক; প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হোক।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় ঈদের পর আন্দোলনের কথা বলে। তবে সেটা রোজার নাকি কোরবানির তা জানতে চান তথ্যমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version