Site icon Jamuna Television

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে পুলিশের তল্লাশি, সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

উদ্ধারকৃত স্বর্ণ।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই শিশুসহ ৬ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক আট কোটি টাকা।

শুক্রবার (১৬ জুন) দুপুরে নগরীর কর্ণফুলী থানাধীন শাহ আমানত ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এসব স্বর্ণ।

এ প্রসঙ্গে সিএমপি’র (বন্দর জোন) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ শরীফ উজ জামান জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বহনকারী বলে স্বীকার করলেও এর পেছনে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও একাধিকবার টাকার বিনিময়ে স্বর্ণ আনা নেয়ার কথাও স্বীকার করেছে আটককৃতরা। আটক সবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এলাকায় বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version