Site icon Jamuna Television

মালয়েশিয়ায় বাংলাদেশি পিএইচডি গবেষকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বাংলাদেশি এক নারী পিএইচডি গবেষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ব্যবসায় প্রশাসনে ডক্টর অফ ফিলোসপি (পিএইচডি) ডিগ্রী অর্জন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জুন) সেরি কেমবাঙ্গানের সারডাং পেরদানায় ওই গবেষকের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

সারডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এএ আনবালাগান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জনৈক ব্যক্তির কাছ থেকে ওই নারীর বিষয়ে একটি ফোনকল পান তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী গবেষকের স্বামী একজন বাংলাদেশি। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। ঘটনার আগে ওই নারী এবং তার বন্ধুরা একটি ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টি চলাকালীন তাকে কিছুটা বিষণ্ন এবং স্বাভাবিক স্বভাবের বিপরীত দেখাচ্ছিল।

আনবালাগান বলেন, ওই নারী তার এক বন্ধুকে সম্প্রতি জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে যেতে আগ্রহী নন। তার মা মারা গেছেন এবং শুধুমাত্র তার বাবা এবং স্বামী বাংলাদেশে রয়েছেন। ব্যক্তিগত কারণে দেশে ফিরে যেতে তিনি রাজি নন।

এদিকে এ ঘটনা আকস্মিক মৃত্যু (এসডিআর) হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। তবে তদন্তের স্বার্থে নিহতের পরিচয় প্রকাশ করেনি তারা।

এএআর/

Exit mobile version