রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই, তিন দশক পর আবারও বেলারুশের মাটিতে ফিরলো পরমাণু অস্ত্র। এর সুবাদে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই প্রথম বাইরের কোনো দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করলো রাশিয়া। এ অবস্থায় সতর্কতা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে তারা। তবে সব আশঙ্কাকে উড়িয়ে মস্কোর দাবি, শুধু আত্মরক্ষার্থেই এ পদক্ষেপ। খবর বিবিসির।
বৃহস্পতিবার (১৫ জুন) রাশিয়ার দেয়া এসব পারমাণবিক অস্ত্র বেলারুশে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
এর আগে, গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়ার পর থেকেই চলছিলো নানা আলোচনা-সমালোচনা। আদৌ এসব গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন করা হবে নাকি তা শুধুই হুমকি, ওঠে এমন প্রশ্নও।
তবে বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, রুশ পরমাণু অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পৌছেছে। মূলত, স্বল্প পাল্লার ও তুলনামুলক কম ক্ষমতা সম্পন্ন পরমাণু অস্ত্র টিএনডব্লিউ পৌঁছেছে বেলারুশ সীমান্তে।
এ অবস্থায় সতর্কতা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এসব অস্ত্র রাশিয়া ব্যবহার করবে এমন কোনো প্রমাণ না পেলেও পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র মুখপাত্র ম্যাথিও মিলার এ প্রসঙ্গে বলেন, আমরা এখনও এমন কোনো প্রমাণ পাইনি যাতে মনে হয় যে রাশিয়া এসব পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। তবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। নিজ ভূখণ্ডে রুশ অস্ত্রের অনুমোদন দিয়ে আবারও অবিবেচক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট। সাধারণ মানুষের দাবিকে উপেক্ষা করে তিনি মস্কোর চাহিদাকে গুরুত্ব দিয়েছেন।
যদিও এসব আশঙ্কা আর অভিযোগকে উড়িয়ে দিয়েছে মস্কো। ক্রেমলিন বলছে, শুধুমাত্র আত্মরক্ষার জন্য এই সতর্কতা।
রুশ পররাষ্ট্র মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পরমাণু ইস্যুতে রাশিয়ার অবস্থান খুব স্পষ্ট। শুধুমাত্র আত্মরক্ষা করাই এসব অস্ত্রের উদ্দেশ্য। জরুরি পরিস্থিতিতেই এসব অস্ত্র ব্যবহৃত হবে।
এদিকে, সম্রপ্তি বাঁধে বিস্ফোরণ ঘটানোর পর ইউক্রেনে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রসি। এক বিবৃতিতে বলেন, বন্যা হলেও পরমাণু কেন্দ্রটির জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পানি রয়েছে। তবে চলমান যুদ্ধের কারণে ঝুঁকির মুখে রয়েছে নিউক্লিয়ার প্ল্যান্টটি।
/এসএইচ

