Site icon Jamuna Television

কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুমা জামিন পেয়েছেন

লুৎফুন্নাহার লুমা

গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার ইডেন কলেজের ছাত্রী ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফুন্নাহার লুমাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ লুৎফুন্নাহারের জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামিন আবেদন করা হলেও মামলার নথি না থাকায় রোববার শুনানি হয়নি। সোমবার আদালত মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানির দিন ধার্য করেছিল। বিকালে শুনানি শেষে তাকে জামিন দেন আদালত।

এদিকে, রোববার কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ওরফে তুষার ও নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া নারী উদ্যোক্তা বর্ণালী চৌধুরী লোপাকে জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version