বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা। সংক্ষিপ্ত এ সমাবেশে সরকার ও সিইসির পদত্যাগ দাবি করেন ইসলামী আন্দোলনের নেতারা। এ সময় সরকার বিরোধী নানা স্লোগান দেয় ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা৷
বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে নয়াপল্টন নাইটিঙ্গেল মোড় ঘুরে পুরনো পল্টন মোড়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে ছিলো নিরাপত্তাবাহিনী।
/এসএইচ

