Site icon Jamuna Television

তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির দিবাস্বপ্ন: শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি: সংগৃহীত

বিএনপির আর আন্দোলনের শক্তি নেই; তত্ত্বাবধায়ক সরকারের দাবি তাদের দিবাস্বপ্ন বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি দেশে সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম চালাতে চায়।

শুক্রবার (১৬ জুন) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের শান্তি সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, চট্টগ্রামে যারা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিদেশিদের প্রলোভনে দেশের শান্তি নষ্ট করতে মাঠে নেমেছে বিএনপি-জামায়াত। এ সময় বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগ নেতাকর্মীদের মাঠে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

এএআর/

Exit mobile version