Site icon Jamuna Television

শাবিপ্রবিতে শিক্ষার্থী-স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট ব্যুরো:

সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে উত্তেজনকর পরিস্থিতি। বহিরাগতদের প্রবেশে বাধা দেয়ায় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর ধাওয়া পাল্টা-ধাওয়া ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ জুন) বিকল সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত দুই কিশোর মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটি হয় তাদের। এনিয়ে বহিরাগতদের সমর্থন দেয়ায় এালাকাবাসীর সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় একে অপরের দিকে ঢিল ছুঁড়তে থাকে দু’পক্ষই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসজেড/

Exit mobile version