Site icon Jamuna Television

কোরবানি ঘিরে চট্টগ্রামে উত্তাপ ছড়াচ্ছে মসলার বাজার

ছবি: সংগৃহীত

শহিদুল সুমন, চট্টগ্রাম:

চট্টগ্রামে কোরবানিকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে মসলার বাজার। প্রতি কেজি এলাচ মানভেদে ২৫০০ টাকা, জিরা ৮০০, আদা ৪০০ এবং রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সবজির দামও ১০ টাকা বেড়েছে। সরবরাহ সংকট এই অজুহাতে মাছের দামও চড়া। তদারকির দাবি সাধারণ মানুষের।

সারা বছর চাহিদা থাকলেও কোরবানির ঈদে বিভিন্ন মসলার চাহিদা বেড়েছে দ্বিগুণ। এই সুযোগে আদা, রসুন, জিরা, এলাচ, ধনিয়াসহ সব ধরনের মসলার দামও বাড়ে কয়েকগুণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে কোনো কোনো মসলার দাম। দাম বাড়ার পেছনে নানা অজুহাত দিচ্ছেন বিক্রেতারা।

এদিকে বিভিন্ন ধরনের সবজির দামও এক সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা সরবরাহ সংকটের কথা বললেও ক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে।

স্বস্তি নেই মাছের বাজারেও। সাগরে মাছ ধরা বন্ধের অজুহাতে আগের চেয়ে সব ধরনের মাছে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। মাছ কিনতে গিয়ে হিমশিম অবস্থা সাধারণ মানুষের।

কমেছে বিভিন্ন ধরনের মুরগীর দাম আর স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের।

এএআর/

Exit mobile version