Site icon Jamuna Television

আসছে নতুন রোবট, মানুষের মতো ঘামবে ও নিঃশ্বাস নেবে!

দিন যত যাচ্ছে মানুষ ও রোবটের মাঝের দূরত্ব যেন কমছে। হয়তো ভবিষ্যতে এই দূরত্ব আরও ঘুচবে। এ নিয়ে এমনই আভাস দিচ্ছেন প্রযুক্তি বিজ্ঞানীরা। সূত্র: ডেইলি মেইল, ব্রাজিল পোস্ট।

এতোদিন ভাবা হতো হয়তো কিছু কাজ একমাত্র মানুষের পক্ষেই করা সম্ভব। কিন্তু এবার বিজ্ঞানীরা দিলেন নতুন খবর। আসছে এমন রোবট যা মানুষের মতো ঘামবে, নিঃশ্বাস নেবে, এমনকি কাঁপতেও পারবে!

বিস্ময় সৃষ্টিকারী নতুন এই রোবট উদ্ভাবন করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি থার্মোমেট্রিক্স ও দেশটির অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়। এর নাম দেয়া হয়েতো অ্যান্ডি।

রোবটটি আবিষ্কারের সাথে যুক্ত কনরাড রাইকাজস্কি এ সংক্রান্ত বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। তিনি বলছেন, আসলে তাপ আমাদের শরীরকে কীভাবে প্রভাবিত করে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে এখনও অনেক কিছুই জানতে বাকি। আর তাই এই রোবট আবিষ্কার করা হয়েছে।

জানা যায়, রোবটটির উপরিভাগে প্রায় ৩৫টি জায়গায় কৃত্রিম সিনথেটিক পোরস ও সেনসোর সংযুক্ত করা হয়েছে ঘাম নির্গত হওয়ার জন্য।

অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সাসটেইনেবিলিটির সহযোগী অধ্যাপক জেনি ভানোস বলেন, চরম উত্তপ্ত আবহাওয়ায় আমাদের শরীরে মূলত কী ঘটে তা রোবটটির সাহায্যে জানা সম্ভব হবে। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ উষ্ণ আবহাওয়ার কারণে মারা যাচ্ছে। কিন্তু আমরা জানতে পারছি না সেখানে কী ঘটছে। রোবট ‘অ্যান্ডি’ আমাদের তা জানতে সাহায্য করতে পারে।

এটিএম/

Exit mobile version