Site icon Jamuna Television

আষাঢ়ের দ্বিতীয় সন্ধ্যায় রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ছবি: সংগৃহীত

বর্ষার দ্বিতীয় দিনে রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে নাগরিক জীবনে গরমের কষ্ট থেকে মুক্তি মিলেছে। তবে রাজধানীর অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। সৃষ্টি হয়ে জলাবদ্ধতা।

শুক্রবার (১৬ জুন) দিনভর মেঘ সূর্যের লুকোচুরি আর তীব্র গরমের পর সন্ধ্যা সাতটার পর অন্ধকার হয়ে আসে আকাশ। নামে মুষলধারে বৃষ্টি। প্রায় আধঘণ্টা চলে এই অবিরাম বর্ষণ।

বৃষ্টির পূর্বাভাস আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় অফিসগামী যাত্রীর চাপ ছিল না। নানা প্রয়োজনে যারা বেড়িয়েছিলেন তারা অনেকেই বৃষ্টিতে ভিজে গেছেন। এমন বৃষ্টিতে কর্মজীবী মানুষের কষ্ট হলেও গরমে কিছুটা স্বস্তিও পেয়েছেন তারা।

/এম ই

Exit mobile version