Site icon Jamuna Television

বিএনপির অনেকেই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিএনপির অনেকেই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অনেক দলই নির্বাচনে আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৬ জুন) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ধৈর্য্যের একটা সীমা আছে। বিএনপি যেই হাতে হামলা করবে সেই হাত ভেঙে দেয়া হবে। সমাবেশে নির্বাচনের আগে পার্লামেন্ট ভাঙবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে; কারও পরামর্শে নয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেই হাতে হামলা করবে সেই হাত ভেঙে দেয়া হবে। যে হাতে আগুন দিতে আসবে সেই হাত পুড়িয়ে দেয়া হবে। বিএনপির অনেকেই আছেন, যারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই জনসভায় বলে রাখলাম, বিএনপিও আসবে। আরও অনেকেই নির্বাচনে আসবে।

/এম ই

Exit mobile version