Site icon Jamuna Television

সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন স্বাভাবিকতায় পরিণত হয়েছে: টিআইবি

ক্ষমতাশালীদের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করার জেরে সাংবাদিকদের ওপর চলমান হামলা, মামলা, নির্যাতন ও হত্যা বাংলাদেশে স্বাভাবিকতায় পরিণত হয়েছে। শুক্রবার (১৬ জুন) এক বিবৃতিতে এ বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সাংবাদিকদের সুরক্ষায় সরকারের সদিচ্ছার উদাহরণ সৃষ্টির আহ্বান জানানো হয়।

পেশাগত দায়িত্ব পালনের জেরে গোলাম রব্বানি হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে বিবৃতিতে উল্লেখ করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সাংবাদিক নির্যাতনে জড়িতরা ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট হলেই বিচারহীনতা ভোগ করবে, এমন পরিবেশ তৈরি করা হয়েছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবিও জানানো হয় বিবৃতিতে।

এটিএম/

Exit mobile version