Site icon Jamuna Television

সৌদি প্রবাসীর মৃত্যু, বাবার লাশ দেখতে চান সন্তানরা

নিহত সৌদি প্রবাসী রোকন উদ্দিন। ছবি: সংগৃহীত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

সৌদি আরবে রোকন উদ্দিন (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুখডোবা গ্রামে। তিনি ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। তার মরদেহ দেশে আনতে সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়েছে পরিবার।

সৌদি আরবের আল বাতেন শহরে বসবাস করতেন তিনি। শুক্রবার (১৬ জুন) সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে মুদি দোকানে যান রোকন। সেখানে কাজ করার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ি পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবার সূত্রে জানা গেছে, সংসারে সচ্ছলতার আশায় ৪ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রোকন উদ্দিন। তিনি চার ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তার পরিবারে স্ত্রী ও দুজন পুত্র সন্তান রয়েছে।

এদিকে বাবার লাশ দেখার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তানরা। স্বামীর লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে আবেদন জানান নিহত প্রবাসীর স্ত্রী।

এএআর/

Exit mobile version