Site icon Jamuna Television

স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, প্রধান শিক্ষক গ্রেফতার

অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

রংপুর ব্যুরো:

রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগে চম্পাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।

এদিকে শুক্রবার (১৬ জুন) দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক জরুরি সভা শেষে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালাতেন। বিষয়টি যাতে প্রকাশ না পায় সেজন্য ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করানোর পাশাপাশি নানাভাবে হুমকি দিতেন। ফলে ওই ছাত্রী ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। এরপরে গত ১০ জুন দুপুরে ওই শিক্ষক ফোন করে আবারও আপত্তিকর কথাবার্তা বললে তা রেকর্ড করেন ওই ছাত্রী।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বিক্ষুব্ধ লোকজন স্কুলে তালা ঝোলানোর পাশাপাশি প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন।

এএআর/

Exit mobile version