Site icon Jamuna Television

দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো মেটার সার্ভার, সচল ফেসবুক-হোয়াটসঅ্যাপ

দুই ঘণ্টার বেশি সময় ডাউন থাকার পর স্বাভাবিক হলো মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সার্ভার। খবর জিও নিউজের।

শুক্রবার (১৬ জুন) আবারও বিপত্তিতে পড়েন ফেসবুক-মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

ওয়েব মনিটরিং সংস্থা ডাউন ডিটেক্টর জানায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি অভিযোগ পেয়েছে তারা। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা জানান, মেসেজ পাঠাতে গিয়ে সমস্যায় পড়েন তারা। ছবিও পাঠানো যাচ্ছিল না হোয়াটসঅ্যাপে। দুই ঘণ্টার বেশি সময় ডাউন ছিল সার্ভার।

এদিকে, কারিগরি সমস্যার কথা স্বীকার করে মেটা কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের কাছে দুঃখপ্রকাশ করে প্রতিষ্ঠানটি। কয়েক ঘণ্টার মধ্যে পুরোপুরি সচল হয় সার্ভার।

এসজেড/

Exit mobile version