Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: গুজরাটে অব্যাহত ভারী বৃষ্টিপাত, চলছে উদ্ধারকাজ

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র জেরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ভারতের গুজরাটের বেশ কিছু এলাকায়। কুচ ও সৌরাষ্ট্রে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন অগ্রসর হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের দিকে। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার (১৭ জুন) দেশটির আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়, আগামী ১২ ঘণ্টায় গতি হারিয়ে আরও দুর্বল হয়ে পড়বে বিপর্যয়। এ সময়ের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এটি।

এদিকে, সৌরাষ্ট্র ও কুচ এলাকায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এর ফলে তলিয়ে গেছে এলাকাগুলোর বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। কুচ জেলায় ধ্বংস হয়েছে সাড়ে ৪০০ এর বেশি জেলে নৌকা। ভেঙে গেছে ৮০ হাজার বৈদ্যুতিক খুটিও। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু বাসিন্দা।

এছাড়া জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ হাজার হেক্টর ফসলি জমি। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ চালানো ও ত্রাণ সরবরাহ করছে ফায়ার সার্ভিস।

এসজেড/

Exit mobile version