Site icon Jamuna Television

এবার বিএনপির ওপর মার্কিন ভিসানীতি কাজ করে কিনা সেটিই দেখার বিষয়: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

নির্বাচন করতে দেয়া হবে না, বিএনপির এমন কথার পর আমেরিকার ভিসা নীতি কাজ করে কিনা সেটিই এখন দেখার বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রিমোট কন্ট্রোল’ আহ্বানে বাংলাদেশে আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

শনিবার (১৭ জুন) দুপুরে বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্পের টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে একথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্পের কারণে যাত্রীদের যথেষ্ট ভোগান্তির হচ্ছে। তাই ঈদের আগে সাড়ে চার কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। এর মধ্যে রয়েছে টঙ্গী ব্রিজ ও চেরাগআলী ব্রিজ।

সময়ের বিবেচনায় দীর্ঘদিন ধরে চলছে এই প্রকল্প। গাজীপুরে এই প্রকল্প শুরু করার আগে আরও পরিকল্পনার প্রয়োজন ছিল বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বব্যাংক এই প্রকল্প বর্ধিত করার প্রস্তাব দিয়েছিল, তবে তা নাকচ করে দেয়া হয়েছে।

এসজেড/

Exit mobile version