Site icon Jamuna Television

তীব্র তাপদাহে ভারতের উত্তর প্রদেশে ৩৪ জনের মৃত্যু

এনডিটিভি থেকে সংগৃহীত ছবি।

ভারতের উত্তর প্রদেশে তীব্র গরমে ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় মৃত এ ৩৪ ব্যক্তিই বালিয়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। নিহতদের অধিকাংশই ষাটোর্ধ্ব ছিলেন বলে জানা গেছে। খবর এনডিটিভির।

শুক্রবার (১৬ জুন) বালিয়া জেলার স্বাস্থ্য কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।

বালিয়ার চিফ মেডিকেল অফিসার ড. জয়ন্ত কুমার বলেন, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে অনেকেই চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন মারা গেছেন। হাসপাতালে যেসব রোগী ভর্তি হচ্ছেন তারা বিভিন্ন রোগে ভুগছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা আছেন সবচেয়ে বেশি বিপদে।

বালিয়া জেলা হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট দিবাকর সিং বলেন, হাসপাতালের রোগী ও স্টাফদের হিট স্ট্রোক থেকে রক্ষা করতে ফ্যান, এয়ার কুলার ও এসির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হাসপাতালে ডাক্তার ও প্যারামেডিক স্টাফদের সংখ্যা বাড়ানো হয়েছে। হিট স্ট্রোক এড়াতে বাইরে বের হওয়ার ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

প্রসঙ্গত, বালিয়াসহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় চলছে তীব্র তাপদাহ। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (১৬ জুন) বালিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

/এসএইচ

Exit mobile version