Site icon Jamuna Television

মক্কা-মদিনায় তীব্র তাপদাহ ও ধূলিঝড়ের শঙ্কা, হজযাত্রীদের প্রস্তুত থাকার আহ্বান

ছবি: সংগৃহীত।

চলতি হজ মৌসুমে মক্কা ও মদিনার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে সৌদি ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)। পূর্বাভাসে বলা হয়েছে, মক্কায় তাপমাত্রার সর্বোচ্চ গড় ৪৩.৬ ডিগ্রি এবং মদিনায় সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তীব্র তাপদাহের পাশাপাশি এ সময় হতে পারে ধূলিঝড়ও। খবর গালফ নিউজের।

এনসিএম জানিয়েছে, রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা মক্কায় ২৯.৬ ডিগ্রি এবং মদিনায় ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এছাড়া, মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪ থেকে ১০ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। হতে পারে ধূলিঝড়। মদিনায় বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেখানেও হতে পারে ধূলিঝড়। বাতাস প্রাথমিকভাবে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে থাকবে।

হজযাত্রীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া এবং সে অনুযায়ী পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে সৌদি আরব। এনসিএম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আপডেট সরবরাহ করবে।

এএআর/

Exit mobile version